পবায় বিনামূল্যে পেঁয়াজ-মাসকলাই বীজ ও সার বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
পবায় বিনামূল্যে পেঁয়াজ-মাসকলাই বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ-মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার চলতি অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। পবা উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষির বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

এদিন ২৫০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও ২২৮ জনের মাঝে মাসকলাই বীজ প্রদান করা হয়। পেঁয়াজ চাষির প্রত্যেককে ২০ কেজি ডিএপি ও ২০ এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি এসব চাষিরা বিকাশের মাধ্যমে দুই হাজার আটশো টাকা করে পাবেন। এছাড়াও মাসকলাই বীজের সাথে সাথে প্রত্যেক চাষিদের পাঁচ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি দেয়া হয়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে