চরতারাপুরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ৪:৫০ অপরাহ্ণ |
চরতারাপুরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন স্থনীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্নসচিব) এনামুল হক।

সোমবার তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়নের তারাবাড়িয়া হাটে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নাধীন নতুন ভবন নির্মাণ কাজ ও জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের বাস্তবায়নাধীন হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুরজাহান বেগম, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, ইউপি সচিব আসাদুজ্জামান, স্থানীয় ব্যক্তিদের মধ্যে সাইদুর রহমান বাদশা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ এবং রবিউল ইসলাম রবি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে স্থনীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্নসচিব) এনামুল হক ও পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা চরতারাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে