বিদ্রোহী হওয়ায় রাজশাহী জেলা আ.লীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ২:৫৫ অপরাহ্ণ |
বিদ্রোহী হওয়ায় রাজশাহী জেলা আ.লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

আখতার রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন। রোববার রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত বিবৃতিতে আখতারকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

দলীয় বিবৃতিতে বলা হয়, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দল মনোনীত চেয়ারম্যানপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেনের বিরুদ্ধে ভোট করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আখতারকে তার পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৫ সেপ্টেম্বর। গত এক সপ্তাহ থেকে চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামানের মোবাইল ফোন বন্ধ ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় অতিক্রান্ত হওয়ার পর আখতার তার মোবাইল ফোনটি চালু করেন।

দুপুর ৩ টার দিকে তার মোবাইল নং এ যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন থেকে মোবাইল খোলা ও আনুষ্ঠানিক প্রচারণায় পাবেন। বহিস্কারের বিষয়ে তিনি বলেন, জেলা কমিটি কখনো সরাসরি বহিষ্কার করতে পারে না তবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠাতে পারেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে