ভুল সেটে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ২:৩১ অপরাহ্ণ |
ভুল সেটে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

পদ্মাটাইমস ডেস্ক : চলমান এসএসসিতে ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে রাজধানীর মাদারটেক আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেওয়া হয়।

গতকাল রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, শনিবার ওই বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষায় নির্ধারিত সেট-৪ এর পরিবর্তে সেট-২ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়, যা নীতিমালা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এসএসসি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক লাইভ করে দুই শিক্ষার্থী। এ ঘটনায় ওই কেন্দ্রের সচিব, সহকারী কেন্দ্র সচিব ও দুই পরীক্ষককে অব্যাহতি এবং শিক্ষার্থীদের বহিস্কার করা হয়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষা দিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে