সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা ও সদরে র‌্যাব-১২’র অভিযানে ৬১ কেজি গাঁজা এবং ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সিলেটের জৈন্তাপুরের কোহাইগড় প্রথম খন্ড আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২), জকিগঞ্জের আমলসিধ গ্রামের মৃত মিজাজুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২), পিতা-, সাং-, উভয় জেলা-সিলেট, চাঁদপুরের দক্ষিন বালিয়া গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (২০) এবং ঠাকুরগাঁও জেলার রানী শংকৈল থানার উত্তর গাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, রোববার রাতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ বাজারস্থ চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপরে অবস্থান নেয়। তখন মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়।

অপর ঘটনায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ হতে ঢাকা গামী মহাসড়কের মুলিবাড়ী চেক পোষ্টের সামনে অবস্থান নেয়। তখন মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে