প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ১২:৫০ অপরাহ্ণ |
প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

পদ্মাটাইমস ডেস্ক : টানটান উত্তেজনার মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ইতালির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। আর এর মধ্যেই পরিষ্কার আভাস মিলছে অতি-ডানপন্থী দলের জয়ের বিষয়ে। যার মধ্য দিয়ে কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি হতে চলেছেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী।

প্রাথমিক ফলাফলে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টির নেতৃত্বে অতি-ডানপন্থী দলগুলোর জোট অন্তত ৪৪% ভোট পেয়ে জয়ের পথে রয়েছে।

জানা গেছে, ৬৩% ভোট গণনার পরেই দেখা গেছে অতি-রক্ষণশীল ব্রাদার্স কমপক্ষে ২৬% ভোট পেয়েছে, জোটের অংশীদার লীগ মাত্তেও সালভিনির নেতৃত্বে প্রায় ৯% এবং সিলভিও বার্লুসকোনির ফোরজা ইতালিয়া ৪% এর বেশি স্কোর করে।

যদিও চূড়ান্ত ফলাফল সোমবারের পরে প্রত্যাশিত হবে, তবে একটি নতুন সরকার গঠনের জন্য কয়েক সপ্তাহ সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

সোমবার সকালে আনন্দিত কন্ঠে জর্জিয়া মেলোনি গণমাধ্যমকে বলেন, “এই বিজয় যা আমি তাদের প্রত্যেককে উৎসর্গ করতে চাই, যারা আর আমাদের মাঝে নেই তবে এই দিন দেখতে চেয়েছিলেন।”

তিনি আরও বলেন, “আগামীকাল থেকে আমাদের আমাদের মূল্য দেখাতে হবে। ইতালীয়রা আমাদের বেছে নিয়েছে, এবং আমরা বিশ্বাসঘাতকতা করব না। যা আমরা কখনও করিনি।”

বিভিন্ন জনমত জরিপে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি এগিয়ে ছিল। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।

‘ঈশ্বর, দেশ ও পরিবার’-এ নীতিবাক্যকে সামনে রেখে ৪৫ বছর বয়সী মেলোনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। যা আজ সার্থকতা পেয়েছে।

মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টি, সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তার একটি জ্যোতির্বিদ্যাগত বৃদ্ধি দেখেছে, ২০১৮ সালে গত নির্বাচনে মাত্র ৪.৫% ভোট পেয়েছিলো। আর চার বছর না পেরোতেই এমন উত্থান অনেকটাই আশ্চর্যজনক।
সূত্র-সিএনএন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে