জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন দুই প্রার্থী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২; সময়: ১০:৩১ অপরাহ্ণ |
জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন দুই প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বর্তমানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খাজা শামসুল আলম,জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত। এছাড়া পাঁচটি সাধারণ সদস্য পদে ২৩ জন এবং দু’টি সংরক্ষিত নারী সদস্য পদে ৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি উপজেলায় মোট ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পাঁচটি পৌরসভা মেয়র ও কাউন্সিলররা এবং ৩২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভোটে অংশ নিতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে