নওগাঁয় পোনা মাছ অবমুক্ত করণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২; সময়: ১০:২৩ অপরাহ্ণ |
নওগাঁয় পোনা মাছ অবমুক্ত করণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক বিভিন্ন প্রাতিষ্ঠানিক জ্বলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুরে সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ এর আয়োজনে এসব পোনা মাছ অবমুক্ত করা হয় ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ জানান- ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় সদর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক জ্বলাশয়ে মোট ৪৮৮.৮৯ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

উক্ত কর্মকর্তা জানান, ২০০-২৫০ গ্রাম ওজনের এসব মাছ সঠিক পরিচর্যা পেলে ৮-৯ মাসেই বিক্রির উপযুক্ত হবে। আমরা আশা করতেছি এসব কার্যক্রম দেশের মাছের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আল – মাসুদ সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে