মহালয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন সবাই

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
মহালয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন সবাই

পদ্মাটাইমস ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ও নিখোঁজ যাত্রীরা মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন বোদা থানার ওসি অজয় কুমার।

তিনি জানান, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। ফলে ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় যাত্রীবাহী নৌকাটি।

ওসি আরো জানান, এখন পর্যন্ত ২৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৭ জন ঘটনাস্থলে ও বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

পঞ্চগড়ের ডিসি মো. জহুরুল ইসলাম জানান, নৌকায় ৭০-৮০ জন যাত্রী উঠেছিল। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল। এ কারণে নৌকাটি ডুবে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে