ইবিতে রক্তিমার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২; সময়: ১২:৫৮ অপরাহ্ণ |
ইবিতে রক্তিমার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের মূল ফটক থেকে আনন্দ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময়, র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মোঃ শাহাবুব আলম, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, সংগঠনের সভাপতি মোয়াজ্জেম আদনান, সাধারণ সম্পাদক শৈবাল নন্দী হিমুসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালি শেষে, মিলনায়তন চত্ত্বরে কাঠগোলাপ গাছ রোপনের পর টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এসময় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি শুরু থেকেই এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আমি দেখেছি বিভিন্ন জায়গায় যখন রক্তের প্রয়োজনীয়তা হয় শুধু কুষ্টিয়া বা ঝিনাইদহতে নয় ঢাকায় রক্তের প্রয়োজন হলেও তারা তাদের ডেটাবেজ থেকে রক্তের ব্যবস্থা করে দিয়েছে। বিশেষ করে রেয়ার গ্রুপের রক্তগুলো তারা যোগাড় করতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যুক্ত হলে তোমারা আরো ভারসাটাইল হতে পারবে বলে আমি মনে করি।পড়াশোনার পাশাপাশি এইসব প্রতিষ্ঠানে যুক্ত হলে শিক্ষার্থীরা শিখবে কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, এর পাশাপাশি তাদের মধ্যে দায়িত্ব কর্তব্য বোধ ফুটে উঠবে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর রক্তিমার সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে