ক্লাসে ধমক দেওয়ায় প্রিন্সিপালকে গুলি করল ছাত্র

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২; সময়: ১০:১৯ পূর্বাহ্ণ |
ক্লাসে ধমক দেওয়ায় প্রিন্সিপালকে গুলি করল ছাত্র

পদ্মাটাইমস ডেস্ক : ক্লাসে ধমক দিয়েছিলেন প্রিন্সিপাল। তার ‘বদলা’ নিতে স্কুলের বাইরে বন্দুক হাতে তাকে তাড়া করল দশম শ্রেণির ছাত্র। শিক্ষককে তিনটি গুলি করে সে। তবে আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, রাজ্যের সীতাপুরে শনিবার ওই ঘটনা ঘটে আদর্শ রামস্বরূপ ইন্টার কলেজ নামের এক স্কুলে। শুক্রবার প্রিন্সিপাল রাম সিংবর্মা ধমক দিয়েছিলেন ছাত্র গুরিন্দর সিংকে। এক সহপাঠীর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই তাকে ধমক দেন ওই শিক্ষক। কিন্তু ভাবতেই পারেননি এর পরিণাম কেমন হতে চলেছে।

সীতাপুরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে গুরিন্দর স্কুলের বাইরে তাড়া করেছিল রামস্বরূপকে। তারপর তিন বার তার মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালায় সে। ব্যাগে করে লুকিয়ে ওই বন্দুক নিয়ে এসেছিল গুরিন্দর।

ওই শিক্ষকের মাথা ও তলপেটে গুলি লেগেছে। তিনবার গুলি চালানোর পর ফের বন্দুকটি রিলোড করতে চেয়েছিল অভিযুক্ত। কিন্তু তার আগেই অন্য কর্মীরা সেখানে হাজির হলে পালিয়ে যায় গুরিন্দর।

রামস্বরূপকে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে সীতাপুরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

তবে এখনও ধরা পড়েনি ওই অভিযুক্ত। পুলিশ তদন্ত শুরু করেছে। সহপাঠীর সঙ্গে বসা নিয়ে বচসার ঘটনায় প্রিন্সিপালের ধমক থেকে এমন ঘটনা কী করে ঘটতে পারে ভেবে পাচ্ছে না অন্য সহপাঠীরা ও স্কুলের কর্মীরাও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে