ইবিতে পথনাটক ‘জুতা আবিষ্কার’ প্রদর্শিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২; সময়: ৩:৪৮ অপরাহ্ণ |
ইবিতে পথনাটক ‘জুতা আবিষ্কার’ প্রদর্শিত

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে পথ নাটক ‘জুতা আবিষ্কার’ প্রদর্শিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) উদ্যোগে ক্যাম্পাসের ডায়না চত্তরে এ পথনাটকটি পরিবেশিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সহ-সভাপতি কৌশিক আহমেদ এর নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্য বদরুল আমিন পিয়াস, আব্দুল মমিন নাহিদ, তাজনিয়া লাবন্য, মাহমুদুজ্জামান নিশান, আদনান আলিম পাটোয়ারী, মাহির আল মুজাহিদ, পারিজাত সুলতানা, কুলছুম আক্তার, মোনালিসা মুনা প্রমুখ।

মূলত, ধুলাবালি থেকে নিজের পা দুটি মুক্ত রাখার জন্য রাজা হবু চন্দ্র তার মন্ত্রীদের ডেকে সমাধান চাইলে মন্ত্রী ও পণ্ডিতরা দুশ্চিন্তায় পড়ে যায়। এর সমাধান খুঁজতে গিয়ে বিভিন্ন পথ অবলম্বন করেও ব্যর্থ হলে অবশেষে উত্তম পন্থা হিসেবে পদযুগল চর্ম আবরণে ঢেকে দেওয়ার মাধ্যমে যেভাবে জুতার আবিষ্কার হয়, এই বিষয়টিই ঘিরে নাটকের গল্প গড়ে ওঠে।

এসময় সংগঠনটির উপদেষ্টা গাউসুল আজম রিন্টুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে