চারঘাটে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২; সময়: ১:০৭ পূর্বাহ্ণ |
চারঘাটে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাট উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলার মুয়াজ্জিন, বিবাহ নিবন্ধনক ও ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক মাহফুজা বেগম, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান,ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাসহ মুয়াজ্জিন, বিবাহ নিবন্ধনক ও ইমামগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিজ নিজ অবস্থান থেকে জনগনকে সচেতন করে তুলতে কার্যকর ভুমিকা পালন করার এবং নিজেরা এধরনের কোন অপরাধে জড়িত না হওয়ার বিষয়ে দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে