মান্দায় মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার চার পুলিশ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
মান্দায় মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার চার পুলিশ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাঁদের উদ্ধার করেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন মান্দা থানার উপপরিদর্শক আব্দুল মোমিন, সহকারী উপপরিদর্শক আব্দুর রহমান, কনস্টেবল আয়েসুর রহমান (৩২) ও কনস্টেবল আল আমিন হোসাইন (২৮)। এদের মধ্যে কনস্টেবল আয়েসুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, বানিসর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), মাসুদ রানা (৩০) ও নাজমুল হক (২৫)।

স্থানীয়দের অভিযোগ বানিসর গ্রামের ফল ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ব্যাগে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে পুলিশ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

তবে পুলিশের দাবী আব্দুর রাজ্জাক ফল ব্যবসার আড়ালে অভিনব কায়দায় ইয়াবার ব্যবসা করে আসছিল। এমন সংবাদে বুধবার সন্ধ্যার পর কালিতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রাজ্জাকের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা করে আব্দুর রাজ্জাকের লোকজন।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে