পোরশায় মাছের পোনা অবমুক্ত ও চেক বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২; সময়: ১:৫০ অপরাহ্ণ |
পোরশায় মাছের পোনা অবমুক্ত ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। পরে প্রধান অতিথির পক্ষে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ পুকুৃরে মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) জাকির হোসেন।

অপরদিকে একই সভায় মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে মাতৃকালীন ভাতার চেক বিতরণ উদ্বোধন করেন প্রধান খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথির নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ৪৮০ জনের মাতৃত্বকালীন ভাতা ও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা প্রতিনিধিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে