নওগাঁয় দুর্বৃত্তের আগুনে ঝলসে গেছে দম্পত্তির শরীর

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২; সময়: ১২:১৪ পূর্বাহ্ণ |
নওগাঁয় দুর্বৃত্তের আগুনে ঝলসে গেছে দম্পত্তির শরীর

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের আগুনে ঝলসে গেছে দম্পত্তির শরীরের বেশিরভাগ অংশ। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার আমদাপুর কমলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে আহতরা হলেন, ওই গ্রামের মৃত আমিরুলের ছেলে রিপন মিয়া (২৪) ও তার স্ত্রী হালিমা খাতুন মিষ্টি (২০)।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপন ও মিষ্টি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যায়। এ সময় বাড়ির পেছনের জানালা দিয়ে কে বা কাহারা তাদের ঘরে পেট্রোল ঢেলে আগুন ছুঁড়ে মারে। এতে মূহুর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তাদের শরীরে জড়িয়ে থাকা পোশাকে আগুন লেগে যায়।

এছাড়াও ঘরের আসবাবপত্রেও আগুন লেগে যায়। তারা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, তাদেদর অবস্থা খুব খারাপ মেয়েটির শরীরের প্রায় ৮০ ভাগ আর ছেলেটির ৬৫ ভাগ পুড়ে গেছে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি ইনজেকশন স্যালাইন দিয়ে তাদেরকে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। রাতেই তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে