গোদাগাড়ীর বাল্য বিয়ে না দিতে শপথ গ্রহন গ্রাম বাসীর

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
গোদাগাড়ীর বাল্য বিয়ে না দিতে শপথ গ্রহন গ্রাম বাসীর

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা। বুধবার বেলা ৩ টায় নবাইবটতলা ক্যাথলিক চার্চ মাঠে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে।

দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেলের সভাপতিত্বে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা সভায় প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেমতলী পুলিশ ফাড়ি ইনচার্জ রফিকুল ইসলাম, নবাইবটতলা ক্যাথলিক চার্চের ফাদার মাইকেল কোরাইয়া, কান্তপাশা মন্দিরের পুরোহিত শ্রী প্রভাস চন্দ্র ভট্রাচার্চ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ম্যানেজার লাবলু খান।

আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার, শ্যামল এইচ কস্তা, ফিলিপ বিশ্বাস ও মিল্টন রোজারি প্রমুখ। গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা অনুষ্ঠানটি পরিচালনা উপজেলা শিশু ফোরামের সভাপতি মনিরা খাতুন। উল্লেখ্য যে নবাইবটতলা গ্রামে ১০৫ জন শিশু যাদের বয়স ১২ থেকে ১৮ বছর তাদের আর একজনকেও বাল্য বিবাহ দেওয়া হবে না এই মর্মে শপথ গ্রহন করান গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মি. ডমিনিক মারান্ডী অভিভাবকসহ গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ইউনিয়ন, থানা এবং উপজেলা প্রশাসনের কাছে এ কার্য সাফল মন্ডিত করার জন সকল ধরণের সহযোগীতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে