নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২; সময়: ৯:০৩ পূর্বাহ্ণ |
নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২০শে সেপ্টেম্বর-২০২২ ) দিবাগত রাত নয়টার সময় বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা পৌর বাজার এলাকার পেট্রল পাম্প থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি ষ্ট্যান্ড মোড়ে এক সমাবেশ করে।

সমাবেশে বক্তারা নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা সরকারী শহীদ নজমুল হক ডিগ্রী কলেজের অধ্যাপক এস এম ফিরোজের আপন ভাই ফরহাদ আলী শাহ ও ভাতিজা নলডাঙ্গা উপজেলা ছাত্র লীগের নেতা জামিউল আলম জীবনকে মারপিট করায় নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তীর দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব হাজী, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নলডাঙ্গা পৌর কাউন্সিলর ফরহাদ আলী, কাউন্সিলর আবু বকর, মাহবুবুর রহমান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।

জানাযায়, জামিউল আলম জীবন গুরুতরভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও আহত ফরহাদ আলী শাহ, তার পুত্র জামিউল আলম জীবন নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর আমতলী এলাকার বাসিন্দা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে