মান্দায় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২; সময়: ৩:১৪ অপরাহ্ণ |
মান্দায় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমুলক সভা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য প্রদ্যুৎ কুমার ফণি, সিপিবি মান্দা উপজেলার শাখার সভাপতি প্রসাদ কুমার ফণি রতন প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় এবারে ১১৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারী থাকবে। এর আগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে