ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করবেন যেভাবে

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করবেন যেভাবে

পদ্মাটাইমস ডেস্ক : সাধারণত জিমেইলে তথ্য আদান প্রদান করতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক। শুধু জিমেইল কেন, যেকোনো ধরনের ইমেইল সার্ভিস ব্যবহারের জন্যই দরকার ইন্টারনেট। তবে সম্প্রতি টেক জায়ান্ট গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ইন্টারনেট সংযোগ ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারবেন।

তবে ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহারের সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের মানতে হবে কিছু কৌশল। চলুন সেসব ধাপে ধাপে জেনে নিই-

জিমেইল অফলাইন মুড অন করুন-

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের এই সুবিধা শুধু মাত্র ডেস্কটপ ভার্সনে ব্যবহার করা যাবে। এখানে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন মুড অন করে জিমেইলে সবধরনের সুবিধা ব্যবহার করা যাবে।

এমনকি ব্যবহারকারীদের ইনবক্স চেক, মেসেজ রিড/আনরিড ও প্রয়োজন সাপেক্ষে মেইল সেন্ডও করতে পারবেন। তবে পুরো সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র গুগল ক্রম ব্যবহার করে।

অর্থাৎ যেসব কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ডাউনলোড করা রয়েছে, কেবলমাত্র তারাই জিমেইলের অফলাইন মুড ব্যবহার করতে পারবেন। তবে এটি ইনকগনিটো মুডে ব্যবহার করা যাবে না।

যেভাবে জিমেইলের অফলাইন মুড অন করবেন-

১। প্রথমে ডেস্কটপে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করুন।

২। এরপর স্ক্রিনের ডানপাশের উপরের দিকে সেটিং আইকন সিলেক্ট করুন।

৩। এরপর সেটিংস অপশনের ‌‘সি অল’ অপশন সিলেক্ট করতে হবে।

৪। এখানে অফলাইন ট্যাবে দেখা যাবে।

৫। অফলাইন অপশনে ক্লিক করুন।

৬। এরপর অফলাইন বাটনে এনাবেল অপশনে ক্লিক করুন

৭। এরপর সেভ অ্যান্ড চেঞ্জ অপশনে ক্লিক করুন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে