ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে দিয়ে অর্ধ কোটি টাকা পুরস্কার জিতল কিশোর

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২; সময়: ৯:৩৮ পূর্বাহ্ণ |
ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে দিয়ে অর্ধ কোটি টাকা পুরস্কার জিতল কিশোর

পদ্মাটাইমস ডেস্ক : ইনস্টাগ্রামের সুরক্ষায় বড়সড় গাফিলতি খুঁজে পেল ভারতীয় এক ছাত্র। এজন্য সে পুরস্কার হিসেবে জিতে নিল প্রায় ৫০ লাখ টাকা।

এই গাফিলতি ব্যবহার করে প্ল্যাটফর্মের কয়েক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব ছিল। সংস্থাকে সুরক্ষায় ত্রুটি খুঁজে দেওয়ার জন্য এই ভারতীয় ছাত্রকে বড়সড় পুরস্কার দিল মার্কিন সোশ্যাল মিডিয়া সংস্থাটি। ৩৮ লাখ রুপি পুরস্কার পেয়েছে জয়পুরের নীরজ শর্মা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধ কোটি টাকা।

ইনস্টাগ্রামে সুরক্ষার গাফিলতির কারণে ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন না করেই গ্রাহকের অ্যাকাউন্টের থাম্বনেল বদল করা যাচ্ছিল। জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মে এই গুরুতর সুরক্ষার খামতি খুঁজে দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ জিতে নিয়েছে নীরজ।

নীরজ জানিয়েছে, ইনস্টাগ্রামে একটি বড়সড় ভুল ছিল। যা ব্যবহার করে রিলের থাম্বনেল যে কোন অ্যাকাউন্ট থেকে বদল করা সম্ভব ছিল। অ্যাকাউন্টের মিডিয়া আইডি জানা থাকলে পাসওয়ার্ড যতই শক্ত হোক না কেনা বদল করা যাচ্ছিল থাম্বনেল।

‘গত বছর ডিসেম্বরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভুল ধরার কাজ শুরু করেছিলাম, কঠোর পরিশ্রমের পর ৩১ জানুয়ারি সকালে ইনস্টাগ্রামে একটি বাগ (ভুল) খুঁজে পাই। সেই রাতেই এই খবর ফেসবুককে জানিয়েছি। ৩ দিন পরে আমার কাছে উত্তর আসে ও ডেমো দেখতে চাওয়া হয়।’ বলছিল নীরজ।

মাত্র ৫ মিনিটে একটি থাম্বনেল বদল করে দেখিয়ে দেন শর্মা। পরে নীরজের রিপোর্টে ১১ মে ভুল স্বীকার করে ইনস্টাগ্রাম। একটি ই-মেইলে ফেসবুকের পক্ষে জানানো হয় এই ভুল খুঁজে দেওয়ার কারণে ৪৫ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা করেছে সোশ্যাল প্ল্যাটফর্মটি।

৪ মাস পরে ফেসবুকের পক্ষ থেকে ফের একবার ৪৫০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। বোনাস হিসাবে এই অতিরিক্ত টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে নীরজ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে