সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূয়া কাজী মৌলভীসহ আটক ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূয়া কাজী মৌলভীসহ আটক ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপনে বাল্য বিয়ে পড়ানোয় ভ্রাম্যমান আদালত অভিযান চলিয়ে ভূয়া কাজী, মৌলভী সহ ৩ জনকে আটক করে কারাদন্ড দিয়েছে।

এদের মধ্যে উপজেলার অলিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ভুয়া কাজী মাসুদ পারভেজ (২৭) কে এক বছর ও কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে মৌলভী লিয়াকত হোসেন, কনের খালা ফাতেমাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন আদালতের বিচারক হিসেবে এ দন্ড প্রদান করেন। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উল্লিখিত ভূয়া কাজী বড়হর ইউনিয়নের নিবন্ধিত কাজী মুরাদুজ্জামানের পক্ষে দীর্ঘদিন ধরে অপ্রাপ্ত মেয়েদের নিবন্ধিত ও অভিভাকদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে অবৈধ কাবিন নামা তৈরি করে আসছিলেন।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি তার সহকারীদের নিয়ে উপজেলার তেতুলিয়া গ্রামে আব্দুল মমিন সরদারের বাড়িতে গিয়ে কাজী ও মৌলভীকে হাতে নাতে আটক করা হয়। ওই সময় মমিনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের সুলতান মিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল।

পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তখন ভূয়া কাজীর নিকট থেকে দুটি নিকা রেজিষ্টার ও কয়েকটি টালি খাতা জব্দ করেন। এ সময় কনের বাবার নিকট থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচুলিকা নেয়া হয়। পরে আটককৃতদের সোমবার সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে