পবায় মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২; সময়: ৭:০০ অপরাহ্ণ |
পবায় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুর, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরসহ উপজেলা ও সিটি এলাকার দশটি জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আকরাম উদ্দিন।

এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিগণ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা ও সিটি এলাকার ১০টি জলাশয়ে ৫শত ৫৮ কেজির অধিক দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। জলাশয় গুলো বিনোদপুর ফল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী সুগার মিলস লিমিটেড, তেকাটাপাড়া গুচ্ছগ্রাম, আনসার ব্যাটেলিয়ান, উপজেলা পরিষদ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, নিত্য সাহায্যকারীনি মা-মারীয়া, আন্ধার কোঠা কাথলিক চার্চ, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে