বাগমারায় মৎস্য অফিসের অভিযানে কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২; সময়: ৬:৫৬ অপরাহ্ণ |
বাগমারায় মৎস্য অফিসের অভিযানে কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে তাহেরপুর বাজারে এক অভিযানে নামে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। অভিযানের বিষয়ে টের পেয়ে অবৈধ ক্যারেন্ট জাল রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাহেরপুর বাজারে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা।

অভিযানে ২০০০ মিটার অবৈধ ক্যারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে তা উপজেলায় নিয়ে পরিষদ চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য অর্ধলাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী কমল কুমার, হাফিজুর রহমান, স্থানীয় মৎস্য সম্প্রারণ প্রতিনিধি শাহজাহান আলী প্রমুখ।

বারনই নদী সহ খাল-বিলে অবৈধ এই ক্যারেন্ট জাল দিয়ে মা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে লোকজন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম জানান, উপজেলার বিভিন্ন খাল-বিলে ও নদীতে অবৈধ ক্যারেন্ট জাল ববহার করে মাছ শিকার করা হচ্ছিল। এটি আইনত দন্ডনীয় অপরাধ। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে