লালপুরে ৪ হাজার ৯০০ লিটার চোলাই মদসহ আটক ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২; সময়: ৬:৩০ অপরাহ্ণ |
লালপুরে ৪ হাজার ৯০০ লিটার চোলাই মদসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, লালপুর : চোলাইমদ তৈরী সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নাটোরের লালপুর উপজেলার বড়বাহাদুর গ্রাম থেকে ৫জন কে আটক করেছে র‌্যাব-৫। এ সময় চার হাজার নয়শত লিটার চোলাইমদ জব্দ করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল বড়বাহাদুর গ্রামে অভিযান পরিচালনা করে চার হাজার নয়শত লিটার চোলাইমদসহ শ্রী শ্যামপদ পাহাড়ীর ছেলে শ্রী বিকাশ পাহাড়ী (৩২), মৃত শুকলার ছেলে শ্রী শ্যামপদ পাহাড়ী (৫৫), সুদীর পাহাড়ীর ছেলে বিনোদ পাহাড়ী (৩৫), মৃত শ্রীপদ পাহাড়ীর ছেলে সুদীর পাহাড়ী (৬০) ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলী এলাকার রমেশ বিশ্বাস এর ছেলে শ্রী সুনীল বিশ্বাসকে (৩৫ ) আটক করা হয়।

আটককৃতরা চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। এঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে