ইউক্রেনে আবারো গণকবরের সন্ধান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২; সময়: ১২:৪৭ অপরাহ্ণ |
ইউক্রেনে আবারো গণকবরের সন্ধান

পদ্মাটাইমস ডেস্ক : ইউক্রেনে গত সপ্তাহে চারশ জনের একটি গণকবর খুঁজে পাওয়ার রেশ কাটতে না কাটতে ইজিয়াম শহরের কাছে একটি জঙ্গলে আবারো গণকবরের সন্ধান মিলেছে।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইজিয়ামে নতুন ওই গণকবরে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে, এদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান জেলেনস্কি। এদিকে নতুন এ গণকবরের বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি মস্কো।

ইউক্রেনে একের পর এক গণকবরের সন্ধান পাওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে গণকবরের সন্ধান রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য মস্কোকে জবাবদিহির পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রুডো। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে তার বৈঠকে ইউক্রেন ইস্যুই আলোচনার কেন্দ্রে ছিল বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনে চলমান সামরিক অভিযান জোরদারের লক্ষ্যে চুক্তিভিত্তিক সেনা খুঁজছে রাশিয়া। স্বেচ্ছাসেবকদের মনোযোগ আকর্ষণে প্রতি মাসে প্রণোদনা হিসেবে ৩ হাজার মার্কিন ডলার দেয়ার ঘোষণাও দিয়েছে পুতিন প্রশাসন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে