কানাডা হাইকমিশনে চাকরি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২; সময়: ২:৫৮ অপরাহ্ণ |
খবর > চাকরি
কানাডা হাইকমিশনে চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকায় হাইকমিশন অব কানাডা সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কলেজ ডিপ্লোমা বা টেকনিক্যাল/ প্রফেশনাল ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অথবা তিন বছর মেয়াদি এডুকেশন/ প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স সম্পন্নকারীসহ অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ক্লারিকাল সাপোর্ট কাজে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কূটনৈতিক মিশন বা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ডাটা এন্ট্রি কাজে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষা দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে। প্রয়োজনে স্ক্রিনিং হতে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা: বছরে বেতন ১০,৬১,৯৩১ টাকা। এর সঙ্গে বাসা ভাড়া, ওভারটাইম ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময় : ২২ সেপ্টেম্বর ২০২২।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে