সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষক শাহীন আলীর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কুমিড়া ও একডালা বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকার শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরী। পরে কুমিড়া রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন সাবেক স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম, গ্রাম প্রধান রফিকুল ইসলাম, বাবু সরকার, মিলন হোসেন, আফজাল হোসেন, সালমা খাতুন প্রমূখ।

বক্তারা অভিযুক্ত ধর্ষক শাহীন মাষ্টারের সর্বোচ্চ বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। তারা অভিযোগ করেন, কুমিড়া গ্রাম সভাপতি শিক্ষক শাহীন আলী একজন লম্পট ও দুঃচরিহীন। মসজিদের পুকুর দখল এবং সাধারণ মানুষ তার নির্যাতনের শিকার। আর নারী কেলেঙ্কারির কারণে তাকে একাধিক বিয়েও করতে হয়েছে। দ্রুত ওই শিক্ষকের বিচার দাবি করেন।

এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক শাহিন আলী দীর্ঘদিন ধরে উপজেলা কুমিড়া গ্রামের ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার রাতে ওই গৃহবধুর দিনমজুর স্বামী বিলে মাছ ধরতে গেলে ঘরে ডুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে শিক্ষক শাহিন আলী। এসময় গৃহবধুর চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে ওই শিক্ষককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত শাহীন আলী উপজেলার পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমিড়া গ্রাম সভাপতি ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, শিক্ষক শাহীন আলীর বিরুদ্ধে গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা একটি মামলা হয়েছে। জনতার পিটুনিতে আহত হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে আদালতে প্রেরণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে