শিবগঞ্জে সিআইজি মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
শিবগঞ্জে সিআইজি মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ-২ প্রকল্পের আওতায় মাছ পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমন ইন্টারেস্ট গ্রুপ-সিআইজি মৎস্য সমবায় সমিতি লিমিটেডের মাঝে দুটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এসব পিকআপ ভ্যানের চাবি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল হক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। শেষে পুখুরিয়া মৎস্য অভয়াশ্রম ও আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষ প্রকল্প পরিদর্শন করেন সচিব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে