২৪ মিনিটে ফুল চার্জ হবে রিয়েলমির নতুন ফোন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২; সময়: ১০:৩৪ পূর্বাহ্ণ |
২৪ মিনিটে ফুল চার্জ হবে রিয়েলমির নতুন ফোন

পদ্মাটাইমস ডেস্ক : নতুন ফোন আনল রিয়েলমি। মডেল রিয়েলমি জিটি নিও ৩টি। এই ফোনে রয়েছে একটি ৬৬.২ ইঞ্চির ই৪ অ্যামোলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। ৫জি কানেক্টিভিটি রয়েছে রিয়েলমির নতুন ডিভাইসটিতে।

এছাড়াও এই ফোনে রয়েছে ৮০ ওয়াটের সুপারডার্ট চার্জিং টেকনোলজি। এর সাহায্যে ফোনের ব্যাটারিতে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে, এমনটাই দাবি করেছে রিয়েলমি সংস্থা।

রিয়েলমির এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২৯ হাজার ৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩ হাজার ৯৯৯ রুপি।

এই ফোনে রয়েছে ডুয়াল সিম। অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে ডিভাইসটি চলবে।

রিয়েলমির এই ফোনে একটি ডায়নামিক র‌্যাম এক্সপানশন টেকনোলজি দিয়েছে। এর ফলে ফোনে থাকা ৮ জিবি র‍্যামের পরিমাণ আরও ৫ জিবি বাড়ানো সম্ভব।

এই ফোনে স্টেইনলেশ স্টিল ভেপর কুলিং প্লাস সিস্টেম রয়েছে। এখানে কুলিং লেয়ারের ৮টি স্তর রয়েছে।

ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে।

ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।

রিয়েলমির এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপার ডার্ট ফাস্ট চার্জিং ফিচার। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার, যেখানে ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে