টেন্ডুলকার, মেসিদের ভালোবাসায় সিক্ত রজার ফেদেরার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২; সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ |
খবর > খেলা
টেন্ডুলকার, মেসিদের ভালোবাসায় সিক্ত রজার ফেদেরার

পদ্মাটাইমস ডেস্ক : টেনিসের পিকাসো খ্যাত রজার ফেদেরারের নাম এখন অবসরের খাতায়। আধুনিক টেনিস যুগের জীবন্ত এই কিংবদন্তির অবসরের ঘোষণায় যেন বিশ্বজুড়ে বাজছে বিষণ্ণতার সুর। সতীর্থ থেকে শুরু করে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনের তারকারা তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফেদেরারকে শুভকামনা জানিয়ে বিভিন্ন সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, ফুটবলার থেকে শুরু করে ক্রিকেটাররা।

রজার ফেদেরারের অবসরের ঘোষণা যেন মেনে নিতে পারছেন না তার বন্ধু ও চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘রজার, তুমি আমার বন্ধু ছিলে, আবার প্রতিপক্ষও। প্রার্থনা করেছিলাম, এমন দিন যেন কখনো না আসে। কখনো যেন দেখতে না হয়, তুমি কোর্ট ছেড়ে চলে যাচ্ছো। কিন্তু দেখো, সেই দিনটা চলে এলো।’

এদিকে, নিজের ইন্সটাগ্রাম পোস্টে সদ্যই বিদায় নেয়া মার্কিন টেনিস তারকা সেরেনা লেখেন, ‘তুমি অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছো ফেদেরার। তোমাকে স্বাগত অবসর ক্লাবে। ধন্যবাদ তোমাকে, একজন রজার ফেদেরার হয়ে ওঠার জন্য।’

শুধু টেনিস অঙ্গনই নয়, ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারও বন্ধুর অবসরের ঘোষণায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া ভারত ক্রিকেট দলের বর্তমান তারকা বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন ফেডেক্স।

ফুটবল তারকা লিওনেল মেসি বিস্ময় প্রকাশ করেছেন ফেদেরারের হঠাৎ অবসর নেয়ার সিদ্ধান্তে। সুইস তারকাকে নিয়ে দেয়া স্ট্যাটাসে মেসি লেখেন, কিংবদন্তিরা হয়তো এ রকমই হন। টেনিসে আরেকটা ফেদেরার কখনো আসবে না বলেও মনে করেন আর্জেন্টাইন তারকা।

এদিকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ফেদেরারকে নিয়ে করছে ভিন্ন এক পরিকল্পনা। নাদাল ও ফেদেরারকে নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে তারা। মেগা এ ইভেন্টের মাধ্যমে পুরো বিশ্বের ক্রীড়াপ্রেমীরা শেষবারের মতো দেখার সুযোগ পাবেন নাদাল-ফেদেরার দ্বৈরথ। আর স্টেডিয়ামে বসেই ম্যাচটি উপভোগ করতে পারবেন ৮০ হাজার দর্শক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে