লেবুর কেজি ১০ টাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২; সময়: ৯:১৩ পূর্বাহ্ণ |
লেবুর কেজি ১০ টাকা

আব্দুল আলিম, সুজানগর : পাবনার সুজানগরের বাজারগুলোতে লেবু আর হালি হিসাবে বিক্রি হচ্ছেনা। দাম কমায় এই লেবু কেজিতে বিক্রয় করছেন ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে প্রতি হালি (৪টা) লেবু সাধারণত বিক্রি হয়েছে ১২ তেকে ১৫ টাকা।

করোনাকালীন সময়ে এর দাম ছিল ৩০-৩৫ টাকা হালি। অথচ সেই লেবুর দাম কমে কিছুদিন আগে বিক্রি হয়েছে ৫ থেকে ৭টাকা হালি। আর এখন বাজারে হালি হিসাব বাদে প্রায় সকল ব্যবসায়ীই প্রতি কেজি লেবু বিক্রয় করছেন ১০টাকা কেজি দরে।

শুক্রবার(১৬ সেপ্টেম্বর) সুজানগর পৌর বাজার ঘুরে দেখা গেছে,ব্যবসায়ীরা ১০টাকা কেজিতে লেবু বিক্রি করছেন। বাজারে আসা উপজেলার ভবানীপুর গ্রামের ক্রেতা আব্দুস সোবাহান বলেন, কেজিতে লেবু বেচার কথা শুনে ১০টাকায় ১ কেজি লেবু কিনলাম। কেজিতে ২২টা লেবু হয়েছে।

হাসান উদ্দিন নামে অপর এক ক্রেতা বলেন, বর্তমানে বাজারে যেখানে প্রতিটি নিত্যপণ্যের দাম লাগামহীন সেখানে মনে হচ্ছে একমাত্র লেবুই অতি অল্প দামে পাওয়া যাচ্ছে।

আব্দুল মতিন নামে এক লেবু বিত্রেতা বলেন, পাইকারি ৭টাকা কেজি দরে কিনে খুচরা ১০টাকা কেজিতে লেবু বিক্রয় করছি তবুও প্রত্যাশা অনুযায়ী ক্রেতার দেখা মিলছেনা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে