পরীক্ষা শেষে বাড়ি ফিরে দেখলেন মায়ের লাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ১১:২৭ অপরাহ্ণ |
পরীক্ষা শেষে বাড়ি ফিরে দেখলেন মায়ের লাশ

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : বৃহস্পতিবার ছিলো এসএসসি পরীক্ষার প্রথম দিন। বাবা-মায়ের কাছে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যায় শোভা খাতুন। দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতে ব্যাটারিচালিত অটোতে রওনা দেয়।

বাড়ির কাছাকাছি যেতেই দেখে উৎসুক গ্রামবাসীর উপচে পড়া ভীড় আর কান্নাকাটি রোল। কাছে গিয়ে দেখে মায়ের মরদেহ। মুহুর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে শোভা খাতুন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। নিহত নারী ওই গ্রামের রবিউলের স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। দুই মেয়ে আর এক ছেলে রবিউল-আম্বিয়া দম্পতির। শোভা খাতুন সবার বড়। এবারের এসএসসি পরীক্ষায় আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় সে।

স্থানীয় ইউপি সদস্যের বরাত দিয়ে পুলিশ জানায়, এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাস্তায় কান্নারত আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয় শোভার। পরবর্তীতে সে জানতে পারে তার মা রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছে। প্রতিবেশীরা আম্বিয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, শোভার মায়ের মৃত্যুতে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে