সুজানগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ৪:০০ অপরাহ্ণ |
সুজানগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলায় সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে বৃহস্পতিবার থেকে ৭টি কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।

এদিন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। এ সময় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন জানান, সুজানগর উপজেলায় এবারে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চিনাখড়া উচ্চ বিদ্যালয়, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ ও দুলাই উচ্চ বিদ্যালয় সহ ৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের মাধ্যমে দাখিল পরীক্ষা ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাধ্যমে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে এবছর উপজেলার ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে সুজানগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার পরীক্ষার্থী, একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে প্রায় ৩০০ পরীক্ষার্থী এবং একটি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫৫০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে