সুজানগরে মৎস্য পোনা অবমুক্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
সুজানগরে মৎস্য পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগরে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল হাননান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, আ.লীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক,আনোয়ার হোসেন আয়নাল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী খোকন বিশ্বাস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এদিন উপজেলার খয়রান ব্রীজ সংলগ্ন গাজনার বিল/ প্লাবন ভূমিতে ৩৭০ কেজি, দুলাই ইউনিয়নের শিবরামপুর আশ্রয়ন পুকুরে ৪০ কেজি ও চরভবানীপুর আশ্রয়ন পুকুরে ৩০ কেজি সহ সর্বমোট ৪৪০ কেজি মৎস্য পোনা অমুক্তকরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে