কচুয়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ৩:০৪ অপরাহ্ণ |
কচুয়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৬ হাজার ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯শ ২জন অংশগ্রহন করেছে। প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৬ শিক্ষার্থী ।

কচুয়া উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসিতে মোট ৪ হাজার ৩ শত ৩৪ জন, একটি কেন্দ্রে ভোকেশনালে ২ শত ১৪ জন এবং ৩ টি কেন্দ্রে দাখিলে ১ হাজার ৩ শত ৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ শত ২১, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫ শত ৯৪, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৭ শত ২২, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৩৭,আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৮ শত ৭৯, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৪১, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ৩ শত ৪০জন পরীক্ষার্থী ১ম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহন করে।
অপর দিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫ শত ৭৫, বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩ শত ৭২, মানোহরপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৪শত ৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাচার ডিগ্রী কলেজ কেন্দ্রে ২শত ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।

এদিকে প্রথম দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে