নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ২:৪০ অপরাহ্ণ |
নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : সারাদেশের মত নাটোরেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া পরীক্ষায় নাটোর জেলায় ২৩ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। মোট ৪৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, পরীক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৬৯৯ পরীক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৬টি কেন্দ্রে, তিন হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৩টি কেন্দ্রে এবং এক হাজার ৯৬৫ জন পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাতটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করছে।

পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকল কেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জেলা প্রশাসক শামীম আহমেদ শহরের একটি কেন্দ্র পরিদর্শনকালে বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে জেলার সকল কেন্দ্রগুলোতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। এব্যাপারে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে