নওগাঁয় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ২:১৯ অপরাহ্ণ |
নওগাঁয় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৭১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩১ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী।

এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৩ হাজার ৮৯২ জন, দাখিলে ৫ হাজার ৫৮৫ জন এবং এসএসসি (ভোকেশনাল) ২৩৬ জন। প্রথম দিনে এসএসসি পরীক্ষর্থীদের বাংলা প্রথম বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে পরীক্ষা শুরু পর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক বিভিন্ন পরীক্ষা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, সুষ্ঠুভাবে জেলায় পরীক্ষা আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি বেে দুজন করে পরীক্ষার্থী বসানো হবে। এছাড়াও সুষ্ঠু ও শান্তিুপূর্ন ভাবে পরীক্ষা সম্পন্নের জন্য ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। সম্পন্ন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে