গুরুদাসপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২; সময়: ২:১৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে ৪০জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে খরিপ ২ মৌসুমী কৃষি প্রণোদনার আওতায় বিনামুল্যে বীজ ও রাসায়ানিক স্যার বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ৫ কেজি কালাই, ৫ কেজি পটাশ ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তনে বিনামুল্যে বীজ ও রাসায়ানিক স্যার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধাান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ মেহেদী হাসান শাকিল, ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ,অতিরিক্ত কৃষি অফিসার সাবিয়া সুলতানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান সহ প্রমূখ।

বক্তব্য শেষে স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কৃষকদের মাঝে ওই প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে