ডিজিটাল আইনে রাজশাহীতে সাবেক ইউপি চেয়ারম্যানের জেল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ৮:২০ অপরাহ্ণ |
ডিজিটাল আইনে রাজশাহীতে সাবেক ইউপি চেয়ারম্যানের জেল

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বগুড়ার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামীর নাম জোবাইদুর রহমান ওরফে গামা (৫২)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান।

মামলার বাদী নশিপুর ইউনিয়ন জিয়াউর রহমান তালুকদার টুটুলের বাড়িও বাগবাড়ি গ্রামে। দুজনেই সর্বশেষ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ভোটের ফলাফলে দুই জনেই পরাজিত হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচনে ঘায়েল করতে আসামি জোবাইদুর রহমান একটি আপত্তিকর ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেটি জিয়াউর রহমানের ভিডিও বলে প্রচার করতে থাকেন। মিথ্যা ওই ভিডিও দৃষ্টিতে আসার পর মামলা করেছিলেন জিয়াউর।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ‘মামলার পর পুলিশ অভিযোগপত্র দিলে বিচারকাজ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। আদালত তিনটি ধারায় আসামিকে তিন বছর, দুই বছর ও এক বছর করে মোট ছয়বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

‘প্রতিটি ধারাতেই কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে তাকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।’

তিনি আরও জানান, ‘রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জিয়াউর রহমান।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে