সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ৬:৪১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিজ সংরক্ষণে অবৈধ মাদক ইয়াবা ও হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে আ: মজিদ (৩৪) নামের যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে বারটার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আ: মজিদ জেলার তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে। মামলার আসামিপক্ষের আইনজীবি এ্যাড. শাহ আলম খান ডেভিড এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা যায়, ২০১৮ইং সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকা থেকে আ: মজিদকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মজিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‘র তৎকালিন উপ-পরিদর্শক ইয়াসিন আলী। এই মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমান শেষে জেলা ও দায়রা জজ আদালত বুধবার এই রায় প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে