গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১ ৪ সেপ্টেম্বর গুরুদাসপুট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান শকিল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসিম কুমার পাল এবং পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি জগ বর্মণ ও সাধারণ সম্পাদক সুজিত সরকার, নিখিল চন্দ্র হালদার, অশোক কুমার দাম, অতুল কুমার বাগচী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, উপজেলায় এ বছর ৩১টি পূজা মন্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি পুজা মন্ডপে মনিটরিং কমিটি থাকবে। এছাড়া রভার্স স্কাউট,গ্রামপুলিশ, আনসার ভিডিপিসহ পুলিশ প্রশাসন এক সাথে কাজ করবে।

এছাড়াও সভায় সরকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ, ডিজিএম (পবিস) আব্দুর রশিদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুসি খাতুন, পিআইও মোঃ আঃ হান্নান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে