নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির দায়ে জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ৪:১১ অপরাহ্ণ |
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অপরাধে নওগাঁয় দুই প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলায় পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্বদেন ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শামীম হোসেন বলেন, দুপুরে সদর উপজেলায় পিরোজপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, সংরক্ষণ, প্যাকেটে মূল্য মেয়াদ না দেয়া এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে ভাই বোন চানাচুর কারখানার সত্ত্বাধিকারী মোসা: সম্পাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি তৈরির অপরাধে নওগাঁ বেকারীর স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াহেদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে