নিজেদের আত্মরক্ষায় প্রশিক্ষণ নিলেন পিএন স্কুলের শিক্ষার্থীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ৩:১১ অপরাহ্ণ |
নিজেদের আত্মরক্ষায় প্রশিক্ষণ নিলেন পিএন স্কুলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের দেশসেরা বিদ্যালয় হয়েছে রাজশাহীর সরকারি প্রমথনাথ (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অর্ধিদপ্তর এই বছরের ১৫ জুন তাদের ওয়েস সাইটে এই তথ্য প্রকাশ করেন।

লেখাপড়ার পাশাপাশির অন্যান্য সৃজনশীল কাজের জন্য বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ুন এই চেতনা থেকে বিদ্যালয়টি এবার মেয়েদের আত্মরক্ষা বিষয়ক শর্ট কোস প্রদানের আয়োজন করে। চার দিন ব্যপি এই প্রশিক্ষণ দেয় সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস একাডেমি। ৬ষ্ঠ শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে প্রশিক্ষণ শেষে বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সনদ পত্র তুলে দেওয়া হয়। নিজেদের আত্মরক্ষায় এমন প্রশিক্ষণ পেয়ে নিজেদের সুরক্ষা ও ছোট খাটো বিপদ থেকে রক্ষা করতে পারবো বলে প্রশিক্ষনার্থীরা জানান।

নিজেদের স্কুলে এমন প্রশিক্ষণের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের আত্ন রক্ষায় এখন আর বাসা থেকে বাবা মা কে আসতে হবে না। নিজেকে নিজেই আত্মরক্ষা করতে পারব বলে জানান।

সেল্ফ ডিফেন্স এন্ড ফিটনেস একাডেমির কর্ণধর ও প্রশিক্ষক আরিফ আহমেদ বলেন, এই স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরার আন্তরিকতায় কারণেই সম্ভব হয়েছে প্রশিক্ষণটি দেওয়ায়। প্রশিক্ষণ দেওয়ায় শিক্ষার্থীরা মূলত খার্লি নিজেদের আঘাত থেকে প্রতিহত করতে পারবে বলে জানান।

বিদ্যালয়টির সহকারি প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, অল্প সময়ে ক্লাসের ফাঁকে মেয়েরা নিজেদের আত্মরক্ষায় যে প্রশিক্ষণ নিয়েছেন এবং যে প্রশিক্ষণ দিয়েছেন তাদের কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চলনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি শিক্ষক রুবিনা আনিস, মুজিবুর রহমান, জামিল আহম্মেদসহ অন্যান শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। প্রশিক্ষণে ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে