দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ মানবে না বিএনপি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ১:৫৭ অপরাহ্ণ |
দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ মানবে না বিএনপি

পদ্মাটাইমস ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না জানিয়ে ইসির ঘোষণা করা রোডম্যাপ প্রত্যাখ্যান করছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা হবে না। নির্বাচনের আগেই এই কমিশনকে বিদায় নিতে হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ওনারা বলবেন, আর নির্বাচন হয়ে যাবে। আমরা জনগণ মুখে আঙুল দিয়ে বসে থাকবো! ইসি এই সরকারকে টিকিয়ে রাখতে এবং বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে চায়।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এই ইসির অধীনে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে সরকারের পতন ঘটিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করা হবে।

প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গুলি করে, বিএনপিও গুলি খাওয়া শিখে গেছে। আওয়ামী লীগের হাতে ১৬ কোটি গুলি নেই। একদিন এ সব হত্যার বিচার করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সরকারে থাকার আর কোনো সুযোগ নাই। যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তারা বোকার স্বর্গে বাস করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে