অসুস্থ সিইসি, থাকতে পারলেন না নির্বাচনী রোডম্যাপ ঘোষণায়

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ১২:০১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
অসুস্থ সিইসি, থাকতে পারলেন না নির্বাচনী রোডম্যাপ ঘোষণায়

পদ্মাটাইমস ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যে কারণে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি।

বুধবার সকালে নির্বাচন ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের বদলে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

রাজনৈতিক দলের নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা করাসহ আরও বেশ কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে আজ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোডম্যাপ ঘোষণা করবেন বলে ইসি সচিব আগে জানালেও সিইসিকে মঞ্চে দেখা যায়নি। পরে বক্তব্যে দেওয়ার সময় সিইসির অসুস্থ হওয়ার খবর অবহিত করেন আহসান হাবিব খান।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমাকে প্রধান অতিথির বক্তব্য দিতে হবে এটা সকালে জেনেছি। কারণ সিইসি মহোদয় অসুস্থ হয়ে পড়েছেন। তারই এখানে থাকার কথা ছিল। আমি তার সুস্থতা কামনা করছি।’

রোডম্যাপ ঘোষণাকালে মঞ্চে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

ইসির রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে