মন্ত্রীর স্ত্রীকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য, নারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ১০:২১ পূর্বাহ্ণ |
মন্ত্রীর স্ত্রীকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য, নারী আটক

পদ্মাটাইমস ডেস্ক : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের স্ত্রী অমরুতার সম্পর্কে ফেসবুকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। গণেশ কাপুর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে ফাড়নবিশের স্ত্রী অমৃতার নামে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে।

পল্লবী সাপ্রে নামে এক নারী অবমাননাকর মন্তব্য করার পর গত ৭ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেছিলেন অমৃতা। এ বিষয়ে তদন্তে জানা যায়, অভিযুক্ত নারী পুরুষের নামে অ্যাকাউন্ট খুলে অবমাননাকর মন্তব্য করেছেন। তার পরিপ্রেক্ষিতে ওই নারীর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করা হয়।

এ প্রসঙ্গে মুম্বাইয়ের নোডাল সাইবার থানার পুলিশ জানিয়েছে, ফেসবুকে ২০২১ সালে আপত্তিকর বিষয় পোস্ট করার অভিযোগে ওই নারীর অ্যাকাউন্টটি স্থগিত করা হয়। তারপরই তিনি গণেশ কাপুর নাম ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর থেকে তিনি আর নতুন করে ফেসবুক পোস্ট করা শুরু করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে, বিচারক আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ তদন্ত চালিয়ে দেখছে, ওই নারী এরকম আরও ঘটনা ঘটিয়েছেন কি না। একইসঙ্গে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, ওই নারীর বেনামে আরও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে কি না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে