ডলারের আন্তব্যাংক মূল্য এখন ১০৬ টাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২; সময়: ৯:৩৮ পূর্বাহ্ণ |
ডলারের আন্তব্যাংক মূল্য এখন ১০৬ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : এতদিন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যে রেটে ডলার বিক্রি করতো, সেই রেটকে আন্তব্যাংক মূল্য বলা হতো। এখন থেকে এই সিস্টেম তুলে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক বাণিজ্যিক ব্যাংক আরেক বাণিজ্যিক ব্যাংকের কাছে যে রেটে ডলার বিক্রি করবে তাকেই আন্তব্যাংক রেট বলা হবে। এর ফলে হঠাৎ করে ডলারের আন্তব্যাংক মূল্য দাঁড়ালো ১০৬ টাকা।

রবিবার (১১ সেপ্টেম্বর) আন্তব্যাংক মূল্য ৯৫ টাকা ছিল। পরদিন সোমবার(১২ সেপ্টেম্বর) এক টাকা বাড়ানোর কারণে ওই দিন ডলারের আন্তব্যাংক মূল্য ছিল ৯৬ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। আর আন্তব্যাংক লেনদেনে ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা। এটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম এটি। যদিও এতদিন সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করে আসছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু আজ হঠাৎ করে এই দামে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা। পরদিন সোমবার ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ৯৬ টাকা করা হয়। কিন্তু মঙ্গলবার ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হচ্ছে ১০৬ টাকার বেশি। আর ক্রয়মূল্য দেখানো হচ্ছে প্রায় ১০২ টাকা। তবে আজও বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক সাড়ে ৪ কোটি ডলার বিক্রি করেছে ৯৬ টাকা দরে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করবে, সেটিই হবে আন্তব্যাংক দাম। সেটাই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক এই দামে বিক্রি করবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে