সুজানগরে দুর্বৃত্তদের গুলিতে এনজিও কর্মীসহ দুজন আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
সুজানগরে দুর্বৃত্তদের গুলিতে এনজিও কর্মীসহ দুজন আহত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ মোল্লা নামে এক এনজিও কর্মী ও ইউনুছ মোল্লা নামে অপর একজন আহত হয়েছেন।

গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই দুইজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবৃদ্ধ আহত এনজিও কর্মী আরিফ মোল্লা স্থানীয় শ্রীপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে ও মৈত্রী মানবিক উন্নয়ন কেন্দ্র নামক একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত এবং অপরজন উনুস মোল্লা হোগলাডাঙ্গি গ্রামের ইসলাম মোল্লার ছেলে।

গুলিবিদ্ধ এনজিও কর্মী আরিফের ভাই আতাউর রহমান ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে আরিফ ও ইউনুস সহ কয়েকজন মিলে নিজ বাড়ির পাশে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে আড্ডা দিচ্ছেলেন। হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে অতর্কিত অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে।

এ সময় গুলি আরিফ ও ইউনুসের হাতে, বুকের পাশে ও কোমরে লাগলে সাথে সাথে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তাঁরা। গুলির শব্দে স্থানীয় বাসিন্দা ও আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ আরিফ ও ইউনুসকে প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনপুর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার পর থেকেই তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের খুঁজে বের করে আটকের চেষ্টা করছে পুলিশ ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে