গুরুদাসপুরে স্কুল শিক্ষিকা হেলেনা হত্যার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে স্কুল শিক্ষিকা হেলেনা হত্যার পলাতক আসামী গ্রেপ্তার

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরের স্কুল শিক্ষিকা হেলেনা হত্যা মামলার পলাতক আসামী আহসান হাবিবকে নাটোর শহরের বড়হরিশপুর থেকে গ্রেফতার করেছে পিবিআই। ১২ সেপ্টেম্বর সোমবার গুরুদাসপুর থানার চাঞ্চল্যকর শিক্ষিকা লতিফা হেলেন ওরফে মঞ্জু হত্যার ওই আসামীকে গ্রেফতার করেছে টিম পিবিআই নাটোর।

নাটোর পিবিআই অফিস সুত্রে জানাযায়,নাটোরের গুরুদাসপুর থানার মামলা নং ১০ ধারা ৩০২/২০১/৩৪ মোছাঃ মনোয়ারা বেওয়া (৫০), স্বামী- মৃত নাজিম উদ্দিন প্রামানিক, সাং- গোপীনাথপুর বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর ২০২০ তারিখে মামলাটির তদন্তকারী হিসেবে পিবিআই নাটোর জেলার পুলিশ পরিদর্শক মোঃ নাসিরুল ইসলামকে নিয়োগ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসিরুল ইসলাম জানান, অতিরিক্ত আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধান ও সঠিক দিক নির্দেশনায় মামলার আসামী গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর দক্ষিন পাড়ার মোস্তফা মাষ্টারের ছেলে মোঃ আহসান হাবিব (৩৫) কে পুর্বের গ্রেফতারকৃত আসামী আমির হামজার তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার সময় নাটোর সদর থানার নতুন বাস টার্মিনাল (ঢাকা টার্মিনাল) থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ পর্যন্ত মুল আসামী লতিফা হেলেনের স্বামী মমিনুলসহ তিন জন আসামীকে গ্রেফতার করা হলো।

এদিকে পরিবারের পক্ষথেকে মামলার বাদি জানান, উচ্চ আদালত থেকে মমিনুল ও আমির হামজা জামিনে এসেই হেলেন হত্যা মামলার সাক্ষী নাতনিসহ বাদিকে মেওে ফেলার হুমকি দিচ্ছে প্রকাশ্যেই।

উল্লেখ্য একই গ্রামের ডা. মো.মনছের আলীর ছেলে মমিন (৪৫) এর সাথে ২৫ বছর পুর্বে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ওই শিক্ষিকা মঞ্জুয়ারার বিয়ে হয়েছিল। বিয়ের দুই বছরের মাথায় নবম শ্রেণীতে পড়া অবস্থায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর বহু কষ্টে লেখাপড়া শেষ করে ৪ জানুয়ারী ২০১০ সালে বৃ-কাশো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২৩ জুলাই ২০১৯ সালে লতিফা হেলেনকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় স্থানীয় মোঃ গোলাম মওলার পুকুরে ফেলে রেখে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে